শিরোনাম

নারায়ণগঞ্জ, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ফুটবলের অনেক খেলোয়াড় তৈরী হয়েছে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সুনামের সাথে খেলেছে নারায়ণগঞ্জের খেলোয়াড়রা।
সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্যেই আন্ত:কলেজ টুর্নামেন্ট সহ নানান টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
খেলার মাধ্যমেই আমাদের ছেলেরা আগামী দিনের তারকা হয়ে উঠবে। সেই সাথে, খেলাধুলার মাধ্যমে তরুন প্রজন্মকে অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখা যাবে। বর্তমান স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের না হলেও এই স্টেডিয়ামকে উন্নত করতে আমাদের সংস্কার কাজ দ্রুতই শুরু হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাকারিয়া ইমতিয়াজ, সাবিত আল হাসান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির, ক্রীড়া সংগঠক আরিফ মিহির।
উদ্বোধনী দিনে ৮টি দলের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজকে পরাজিত করে জয়লাভ করে বন্দরের হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজ।
হাজী মিছির আলী ডিগ্রী কলেজকে সোনারগাঁ সরকারি মুড়াপাড়া কলেজ, আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজকে নারায়ণগঞ্জ কলেজ এবং বন্দরের সরকারি কদমরসূল ডিগ্রি কলেজকে পরাজিত করেছে সলিমুদ্দিন চৌধুরী কলেজ।