বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪৯

বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সরকারি মুলাদী কলেজ

ছবি : বাসস

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিক আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মুলাদী কলেজ। 

গত ১ ডিসেম্বর কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন বরিশালের বাস্তবায়নে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। 

আজ বিকেলে কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ এবং সরকারি মুলাদী কলেজ। 

ফাইনালে ব্রজমোহন কলেজকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে সরকারি মুলাদী কলেজ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরিশালের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মো আলাউল হাসান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। এসময় বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।