বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৩

খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা

ছবি : বাসস

খুলনা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কিছু বৃত্তিমূলক কার্যক্রম হাতে নিয়েছে যার মধ্যে আছে দেশব্যাপী বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্য পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা। 

তিনি আরও বলেন, আমাদের উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে হাতে-কলমে শিক্ষা দিয়ে বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত টেকসই জীবন নিশ্চিত করাই উদ্দেশ্য। প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, সীমাহীন সাহস এবং প্রাণশক্তি। দেশের জনসাধারণকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে সেই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।