শিরোনাম
সিরাজগঞ্জ, ২২ মে ২০২৫ ( বাসস) : সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের এ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।
সিরাজগঞ্জের কালেক্টর ভবনের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ক্রীড়া পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, পাইকপাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের এ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণে বালক বিভাগে ৪০ জন ও বালিকা বিভাগে ৪০ জনসহ মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।