বাসস
  ২২ মে ২০২৫, ১৭:২৫
আপডেট : ২২ মে ২০২৫, ১৭:৩৯

শেরপুরে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপ্ত

ছবি :বাসস

শেরপুর ২২ মে ২০২৫ (বাসস) : শেরপুর জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শেষ হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

জেলা ক্রীড়া অফিস জানায়, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেখানে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ এবং বিভাগীয় দল গঠনের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ৮ জন সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকালী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।