বাসস
  ০৬ মে ২০২৫, ২০:২৮

এনসিসি’র চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (এনসিসি) ৪৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। 

আজ কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কিশোরগঞ্জ ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলাকে।

চার দিনের ম্যাচে সাত উইকেট নিয়ে কিশোরগঞ্জের জয়ে অবদান রেখেছেন শরিফুল ইসলাম। এর মধ্যে চতুর্থ ইনিংসে ৫১ রানে ৬ উইকেট নিয়েছেন। 

কিশোরগঞ্জের ছুঁড়ে দেওয়া ৩৩৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে ১৫২ রানে অলআউট হয় কুমিল্লা। 

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে লড়াই করার চেষ্টা করেন ওপেনার পরান এবং মিডল অর্ডার ব্যাটার রুবেল মিয়া। দু’জনই ৫১ রান আউট হলে দলের হারের ব্যবধান কমে। দলের অন্য কোন ব্যাটার ২০ রানের গন্ডিও পার করতে পারেননি।

শরিফুলের পর কিশোরগঞ্জের হয়ে বল হাতে তৌফিক আহমেদ ২৮ রানে ৩ উইকেট এবং দীন মোহাম্মদ ৩১ রানে ১ উইকেট নেন। 

এর আগে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৪৪ রান অলআউট হয় কিশোরগঞ্জ। রেদোয়ান হোসেন সর্বোচ্চ ৪৫ এবং জাহিদুজ্জামান ৪১ রান করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রানে অলআউট হয় কুমিল্লা। ফলে প্রথম ইনিংস থেকে ১৬২ রানে পিছিয়ে পড়ে কুমিল্লা।

বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৭৪ রানে অলআউট হয় কিশোরগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন আমির হোসেন।

ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের শরিফুল।