বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ২২:১৪

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ‘বিজয়ের কারিগর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ‘বিজয়ের কারিগর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

বাংলাফ্যাক্ট জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধসহ হত্যাকাণ্ডের ঘটনায় কারাবন্দি আওয়ামী লীগ সরকারের কয়েকজন এমপি-মন্ত্রীকে ‘বিজয়ের কারিগর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন ও বার্তা বাজার। দুটি সংবাদমাধ্যমই ‘কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন বিজয়ের কারিগররা’ শিরোনাম দিয়েছে। অভিযুক্ত কারাবন্দিদের মুক্তিযোদ্ধা পরিচয়কে সামনে এনে এমনভাবে ফ্রেমিং করেছে, যেন এই পরিচয়ের সাথে তাদের গ্রেফতারের কোনো যোগসূত্র রয়েছে। অথচ তাদেরকে কারাগারে রাখা হয়েছে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।