বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩১

গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : একটি টিভি টকশোতে গত দেড় বছরে কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি বলে ভুল ও মিথ্যা তথ্য বলা হয়েছে। এর বিপরীতে গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেক ব্যক্তিই সরকারি চাকরি পেয়েছেন যার তথ্য তুলে ধরেছে বাংলাফ্যাক্ট।

ভুল তথ্য ছড়িয়ে এটি বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, 'সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র একটি টকশোতে সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজীজ দাবি করেন, গত দেড় বছরে কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি।'

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়, বরং গত দেড় বছরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী অনেক ব্যক্তিই সরকারি চাকরি পেয়েছেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।