বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৩:২১

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, কয়েকটি লাশবাহী এম্বুলেন্সের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে বলা হচ্ছে, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ফেরত আনা প্রবাসীদের মরদেহ পুরোপুরি পুড়ে গেছে।

তদন্তে দেখা যায়, ওই এম্বুলেন্সগুলো আসলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোচ্ছে। ওমান থেকে আসা প্রবাসীদের লাশ ঢাকা বিমানবন্দরে আসেনি এবং আগুনেও পুড়েনি।

বাংলাদেশে চলমান ভুয়া খবর, গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের বিশ্লেষণে দেখা গেছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু দেশীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসবের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ি পরিস্থিতি এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে অপতথ্য প্রচারের ঘটনা বিশেষভাবে চোখে পড়েছে। তবে এসব ঘটনার সত্যতা যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে ফ্যাক্টওয়াচ।