বাসস
  ১৯ জুলাই ২০২৫, ১০:৫৬
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৫৯

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুকে জড়িয়ে গোপালগঞ্জের ঘটনায় অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস): ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত শিশু জাবির ইব্রাহিমকে ঘিরে গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমন অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘গোপালগঞ্জের নয়, শিশু জাবির জুলাই গণঅভ্যুত্থানের শহীদ।’

গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রা কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হন। এরই প্রেক্ষিতে, ওই দিন গোপালগঞ্জে পুলিশের গুলিতে ‘জাবির’ নামে এক শিশু নিহত হয়েছে-এমন দাবিতে একটি শিশুর ছবিসহ ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ১৬ জুলাই গোপালগঞ্জে পুলিশের গুলিতে শিশু জাবির নিহত হয়নি। প্রকৃতপক্ষে, শিশুটি ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়।

রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ছড়ানো ছবিটি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইনে ৩১ ডিসেম্বর ২০২৪ প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে মিলে গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার পতনের দিন কবির হোসেন ও রোকেয়া বেগম দম্পতি তাদের তিন সন্তান, জুবাইনা কবির নেহা, জুবায়ের মাহতাব আবদুল্লাহ ও জাবির ইব্রাহিমকে নিয়ে বিজয়োল্লাসে যোগ দিতে উত্তরায় গেলে পুলিশের গুলিতে শিশু জাবির ইব্রাহিম শহীদ হন।

অন্যদিকে, দৈনিক ইত্তেফাক-এর ১৮ জুলাইয়ের এক প্রতিবেদন অনুসারে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন, সোহেল মোল্লা (৩৫), রমজান মুন্সী (৩২), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) এবং রমজান কাজী (১৮)।

ফলে, ২০২৪ সালের ৫ আগস্ট নিহত শিশু জাবির ইব্রাহিমের মৃত্যুকে গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের ঘটনার সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে; যা মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।