শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় কমলেও ডিএস-৩০ সূচক বেড়েছে।
ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইতে ১ লাখ ২৯ হাজার ৪৯৫টি ট্রেডের মাধ্যমে ৩৯০টি কোম্পানির মোট ১১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ৮০ লাখ ১৭ হাজার ১৪৪ টাকা।
লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮ দশমিক ৯৯ পয়েন্টে। অপরদিকে ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ দশমিক ৭১২ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৫ দশমিক ৯৩ পয়েন্টে।
এছাড়া লেনদেন হওয়া কোম্পানি ও সিকিউরিটিজের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
ক্যাটাগরি অনুযায়ী চিত্র আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
‘বি’ ক্যাটাগরিতে মোট ৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। এন ক্যাটাগরিতে আজ কোনো কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।
মিউচ্যুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজে মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৪টি ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এছাড়া করপোরেট বন্ড খাতে ২টি বন্ড লেনদেন হয়, যার মধ্যে একটি বন্ডের দর বেড়েছে এবং একটি বন্ডের দর কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে ৪টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যেখানে সবকটির দর কমেছে।
ডিএসইতে আজ লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, এপেক্স স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসিআই, তৌফিকা ফুডস ও খান ব্রাদার্স পিপি।
দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে রয়েছে: এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, বিডি ল্যাম্পস, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএফ, রহিম টেক্সটাইল, এপেক্স ফুডস, মোশারফ হোসেন স্পিনিং ও আইবিপি।
অন্যদিকে দর কমার শীর্ষ ১০টি কোম্পানি হলো— সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, টুংহাই ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত, জাহিন টেক্সটাইল, ওয়াইমেক্স ইলেক্ট্রোড, বিডি থাই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল ও ঢাকা ইন্স্যুরেন্স।