বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ২৩:২৬

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা : লেনদেন ৩৫২ কোটি টাকা ছাড়াল

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৯৩টি সিকিউরিটিজ লেনদেনে অংশ নেয়। দিন শেষে ডিএসইতে মোট ১ লাখ ২১ হাজার ৪৪৫টি লেনদেন সম্পন্ন হয়। এ সময় ১২ কোটি ৮ লাখ ২৪ হাজার ৮৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় ৩৫২ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা। 

ডিএসইর  সার্বিকভাবে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির শেয়ারদর।

ডিএসইর সর্বশেষ তথ্যে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪২ দশমিক ০৫ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ০ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৭ দশমিক ৯০ পয়েন্টে। 

অপরদিকে, ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৭ দশমিক ৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানি হলো— ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, তৌফিকা ফুডস এবং সাইহাম কটন মিলস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মোশাররফ হোসেন স্পিনিং মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, তৌফিকা ফুডস, আইএফআইসি ইসলামি মিউচুয়াল ফান্ড-১ এবং নাহিদ অ্যালুমিনিয়াম।

অন্যদিকে দর পতনের শীর্ষে রয়েছে— প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এফএএস ফাইন্যান্স, বিআইএফসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অ্যাপোলো ইস্পাত এবং সিপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড।

‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে ৭৫টির দর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৮১টি কোম্পানির মধ্যে ৩৪টির দর বৃদ্ধি, ৩৫টির দর হ্রাস এবং ১২টির দর অপরিবর্তিত থাকে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৫টি কোম্পানির মধ্যে ৩১টির দর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি ফান্ডের মধ্যে ৬টির দর বেড়েছে, ৮টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল। কর্পোরেট বন্ড খাতে ৩টি বন্ডের মধ্যে ১টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজ খাতে ৪টির দর কমেছে।

দিন শেষে ডিএসইতে মোট ১ লাখ ২১ হাজার ৪৪৫টি লেনদেন সম্পন্ন হয়। এ সময় ১২ কোটি ৮ লাখ ২৪ হাজার ৮৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় ৩৫২ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা ৬০ পয়সা।