শিরোনাম

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনায় আইনগত বাধা নেই। তাই নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান মনোয়ারা বেগমকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম চেম্বারে সরকার নিযুক্ত প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বিষিয়টি নিশ্চিত করে বলেন, রোববার নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে এই চিঠি দেয়া হয়।
জানা যায়, গত বছরের ১ নভেম্বর এই চেম্বারে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে অংশ নেয়া একটি পক্ষ পরিচালক পদ নিয়ে আদালতে রিট আবেদন করলে তাতে সেই নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে। তবে গত ১১ ডিসেম্বর ওই রিটের ওপর উচ্চ আদালতের রায়ে নির্বাচনের পথে আইনি বাধা দূর হয়। উচ্চ আদালতের ওই রায়ের ওপর আইনজীবীর মতামত গ্রহণের পর গতকাল নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন বোর্ডকে আহ্বান জানান প্রশাসক।
রোববার নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে দেয়া চিঠিতে প্রশাসক মোহাম্মদ নুরল্লাহ নুরী বলেন, চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পদ স্বপদে বহাল রেখে মোট ২৪টি পদে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত বাধা নেই বলে মতামত দিয়েছেন চট্টগ্রাম জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরী। এ অবস্থায় চেম্বারের নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান প্রশাসক।
গত ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হওয়ার দিন ধার্য হলেও মামলাসংক্রান্ত জটিলতায় তা স্থগিত হয়। তফসিল অনুযায়ী অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।