শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)-এর আওতায় ‘খুলনায় অব্যবহৃত জমিতে ২৫০ শয্যাবিশিষ্ট নতুন আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল’ শীর্ষক একটি প্রকল্প প্রত্যাহারের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রেলপথ মন্ত্রণালয় সভায় এ প্রস্তাব উত্থাপন করে।