শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, সরবরাহকারী ও অটোমোটিভ শিল্পের পেশাজীবীদের অংশগ্রহণে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘অটোমেকানিকা দুবাই ২০২৫’ প্রদর্শনী।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী একমাত্র প্রতিষ্ঠান ছিল রহিমআফরোজ গ্লোবাট। প্রতিষ্ঠানটি সেখানে তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং নতুন বাজার সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ পেয়েছে।
একইসঙ্গে, আয়োজনটি ব্যবসায়িক নেটওয়ার্কিং, গঠনমূলক আলোচনা ও বৈশ্বিক বাজারে সম্ভাব্য প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
চলতি বছরের আসরটি ১১ শতাংশ সম্প্রসারিত হয়ে ২০টি হলে ৬০টিরও বেশি দেশে ২ হাজার ৩০০-এর অধিক প্রদর্শককে স্বাগত জানায়। এটি এ অঞ্চলে অটোমোটিভ আফটারমার্কেট খাতের ক্রমবর্ধমান গুরুত্বকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।
এ সম্পর্কে রহিমআফরোজ গ্লোবাট-এর ব্র্যান্ড ও মার্কেটিং ম্যানেজার নাজমুস সাকিব নাহিয়ান বলেন, প্রদর্শনীটি অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। এই আয়োজন আমাদের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ, বাজারের চাহিদা বোঝা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ অন্বেষণের চমৎকার সুযোগ সৃষ্টি করেছে।
অটোমেকানিকা দুবাই ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটি বৈশ্বিক অটোমোটিভ খাতে দেশের ভূমিকা আরও বিস্তৃত করার প্রত্যাশাকেই তুলে ধরে।