বাসস
  ২৭ মে ২০২৫, ১৮:১০

এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার, ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কিনবে সরকার 

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার এবং ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের জন্য পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

সচিবালয়ে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতি অনুসরণ করে দক্ষিণ কোরিয়ার মেসার্স পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৬০৮ কোটি ১৪ লাখ টাকায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয় করবে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৩৮ কোটি ১৬ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরবের মা’ আদেন থেকে প্রায় ৩৪৫ কোটি ৯৯ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম হবে ৭০৯ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যশোর নোয়াপাড়ার মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড  থেকে প্রায় ৭১ কোটি ৭৭ লাখ টাকায় স্থানীয় ওটিএম পদ্ধতিতে প্রায় ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৯ দশমিক ৫০ টাকা।

ক্রয় কমিটির সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।