বাসস
  ২৪ মে ২০২৫, ১১:২৩

নিপ্পন স্টিলের অংশীদারিত্বকে ট্রাম্প সহায়তা করায় ইউএস স্টিলের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের নিপ্পন স্টিলের সঙ্গে একটি অংশীদারিত্বে সহায়তা করার কথা জানানোর পর শুক্রবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস স্টিলের শেয়ারের দাম এক লাফে ২৪ শতাংশ বেড়ে যায়। 

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ইউএস স্টিল আমেরিকায়ই থাকবে এবং এর সদর দপ্তর পিটসবার্গ শহরেই থাকবে।  তিনি আরও জানান, ইউএস স্টিল ও নিপ্পন স্টিলের মধ্যে প্রস্তাবিত এই অংশীদারিত্বের মাধ্যমে অন্তত ৭০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে। এর ফলে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৪ বিলিয়ন ডলার যোগ করবে।

তবে এই অংশীদারিত্বের বিস্তারিত শর্তাবলী এখনও স্পষ্ট নয় এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোন কোম্পানি আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

ট্রাম্পের এই মন্তব্য দীর্ঘ এক ঘটনার সর্বশেষ অধ্যায়। এটি শুরু হয়েছিলে ২০২৩ সালের ডিসেম্বরে। যখন ইউএস স্টিল ও নিপ্পন স্টিল ১৪.৯ বিলিয়ন ডলারের একটি একীভবনের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল।

এই চুক্তিটি ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই এই চুক্তি স্থগিত করে দেন।

পরবর্তীতে উভয় প্রতিষ্ঠান বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে "অবৈধ হস্তক্ষেপ" দাবি করে একটি মামলা দায়ের করে।

এই মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই চুক্তিটির নতুন করে পর্যালোচনার নির্দেশ দেন এবং যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত সরকারের বিশেষ কমিটি ‘কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটসকে (সিএফআইউএস) বিষয়টি খতিয়ে দেখতে বলেন। যাদের দায়িত্ব হলো বিদেশি মালিকানায় মার্কিন কোম্পানিগুলোর নিরাপত্তাজনিত প্রভাব বিশ্লেষণ করা। তাদের এই প্রস্তাবিত চুক্তি নিয়ে ট্রাম্পকে সুপারিশ দিতে ৪৫ দিন সময় দেওয়া হয়েছে।