বাসস
  ২২ মে ২০২৫, ১৯:০৩

এডিবি সিওং-উক কিমকে প্রধান অংশীদারিত্ব কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে

নব নিযুক্ত সিওং-উক কিম। ছবি: এডিবি

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সিওং-উক কিমকে সংস্থার প্রধান অংশীদারিত্ব কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে।

তিনি এডিবি’র প্রেসিডেন্টের কার্যালয়ের অধীনে ব্যাংকের সম্পদ সংগ্রহ এবং কৌশলগত সম্পৃক্ততা প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।

এই নতুন ভূমিকায়, কিম প্রধান প্রধান বৈশ্বিক বিভিন্ন ফোরামে সক্রিয় অংশগ্রহণ এবং সম্ভাব্য নতুন সদস্যদের কাছে পৌঁছানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এডিবি’র অংশীদারিত্ব পরিচালনা করবেন। 

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সম্পদ সংগ্রহ করা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাংকের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন অংশীদারদের সাথে এডিবি’র সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।  

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, "দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে এডিবি’র ভূমিকা উন্নত করার সাথে সাথে কার্যকর অংশীদারিত্ব আগের চেয়েও বেশি অপরিহার্য হয়ে উঠেছে।" 

কান্দা আরও বলেন, "মি. কিমের আন্তর্জাতিক কূটনীতিতে গভীর অভিজ্ঞতা এবং বহুপাক্ষিক সম্পৃক্ততার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক উন্নয়ন প্রভাব সৃষ্টির জন্য তার দক্ষতা প্রয়োজনীয় অংশীদারিত্ব তৈরিতে সহায়ক হবে।" 

কিম বলেন, "আমি অংশীদারিত্ব বৃদ্ধি ও পার্থক্য তৈরি করার লক্ষ্যে এডিবি-তে যোগ দিতে পেরে উল্লসিত যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে।" 

কোরিয়া প্রজাতন্ত্রের নাগরিক মি. কিম অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ে ৩০ বছরেরও বেশি সময় অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি জি-২০ এর আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী, এবং আসিয়ান+৩ এর অর্থ বিষয়ক উপ-মুখপাত্র এবং আন্তর্জাতিক অর্থ বিষয়ক মহাপরিচালকের ভূমিকা পালন করছেন। 

তিনি বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক হিসেবে কোরিয়া প্রজাতন্ত্র এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের প্রতিনিধিত্ব করেছেন।