বাসস
  ১৬ মে ২০২৫, ১১:৫৯

যুক্তরাষ্ট্র চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে : তেহরান

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলেই ইরানে বিনিয়োগ করতে পারে, এমনকি দেশটির তেল ও গ্যাস খাতেও। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকেই নিজের আরোপিত প্রাথমিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

তেহরান থেকে এএফপি জানায়, আরাকচি বলেন, ‘আমাদের দিক থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ইরানে অর্থনৈতিক অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞাটি যুক্তরাষ্ট্র নিজেরাই দিয়েছে।’

আরাকচি আরও বলেন, ‘যদি মার্কিন কোম্পানিগুলো ইরানের অর্থনীতিতে বিনিয়োগ করতে চায়, তাহলে তাদের সরকারের উচিত নিজেদের প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।’

এই মন্তব্য আসছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ২০১৮ সালে তিনি যেই পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন, তার পরিবর্তে নতুন একটি চুক্তি নিয়ে ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছেন তারা।

উল্লেখ্য, ১২ এপ্রিল থেকে শুরু হওয়া ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান চার দফা বৈঠকে অংশ নিয়েছে। ট্রাম্পের ২০১৮ সালের সরে দাঁড়ানোর পর এই বৈঠকগুলোই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

আরাকচি বলেন, চুক্তি হলে ইরানের অর্থনীতির বিভিন্ন খাতে, বিশেষ করে তেল ও গ্যাস খাতে, মার্কিন কোম্পানিগুলো প্রবেশ করতে পারবে। তবে এজন্য প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদন। ‘চুক্তি হলে বল থাকবে ওয়াশিংটনের কোর্টে,’ বলেন তিনি।

তবে একদিকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা চললেও, অন্যদিকে ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ইরানের বিরুদ্ধে আবারও ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছেন।

গত বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

আরাকচি বৃহস্পতিবার আবারও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, একইসঙ্গে নিজেদের পরমাণু অধিকার নিশ্চিত করতে।

তিনি এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ইরান এক ‘ট্রিলিয়ন ডলারের সুযোগ’ হিসেবে মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হতে পারে।