বাসস
  ০৯ মে ২০২৫, ২০:৩১

ঢাকায় ‘জাম্বিয়া-বাংলাদেশ বাণিজ্য ফোরাম’ অনুষ্ঠিত হচ্ছে বুধবার

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী বুধবার (১৪ মে) অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘জাম্বিয়া-বাংলাদেশ ব্যবসা ফোরাম, ঢাকা - ২০২৫’।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে এই ফোরামের উদ্বোধন করার কথা রয়েছে। এতে জাম্বিয়ার উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ নেবে।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জাম্বিয়ার মিনিস্ট্রি অব কমার্স-ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি, জাম্বিয়া ডেভেলপমেন্ট এজেন্সি (জেডডিএ) বাংলাদেশে জাম্বিয়ার কনস্যুলেট, নয়াদিল্লিতে জাম্বিয়ার হাইকমিশন, জাম্বিয়ায় বাংলাদেশের হাইকমিশন (অনাবাসী) -এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করছে।

পোশাক, চামড়া, ওষুধ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্লাস্টিক এবং আসবাবপত্র খাতের বিশেষজ্ঞরা এই ফোরামে বক্তব্য দেবেন।

ইপিবি পরিচালক (পলিসি এন্ড প্ল্যানিং) আবু মোখলেছ আলমগীর হোসেন বাসস’কে বলেন, এই ফোরামের লক্ষ্য হলো উভয় দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের একত্রিত করে সহযোগিতা ও অংশীদারিত্বের সুযোগ অন্বেষণ করা।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকে জাম্বিয়া ও বাংলাদেশ একটি আন্তরিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। উভয় দেশই জোট নিরপেক্ষ আন্দোলন এবং কমনওয়েলথের সদস্য। ফোরামটি বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্রসমূহ অন্বেষণ করবে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে জোর দেওয়া হবে।

আলমগীর হোসেন আরও বলেন, এ ফোরাম কৃষি ও কৃষি-সরবরাহ, পোশাক ও বস্ত্র উৎপাদন, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, মৎস্য ও পশুপালন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করবে।

তিনি বলেন, এই ফোরাম জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সহযোগিতা ও অংশীদারিত্বের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণ, জাম্বিয়া ও বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরসহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে জাম্বিয়ার কনসাল ড. মোহাম্মদ জায়েদ আলম বলেন, ১৪ মে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ফোরাম দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করবে। কারণ, জাম্বিয়া ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একে অপরের প্রতি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। সেই সঙ্গে দুটি দেশের বাণিজ্য, ব্যবসা ও সাংস্কৃতিক মূল্যবোধের ভাবনা প্রায় একই রকম।

জাম্বিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করবে বলে জানান তিনি।

জায়েদ আলম বলেন, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও কৃষিপণ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অনন্য শক্তি তুলে ধরা এবং বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।