শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম ব্যবহার করে দ্রুততম সময়ে সেতু পারাপারের সুবিধার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও নগদ-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সেতু বিভাগের সচিব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জনজীবনে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজিকরণ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনার আলোকে ইটিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সেতু বিভাগের সচিব আরও বলেন, এ চুক্তি স্বাক্ষর দ্রুত ও নির্বিঘ্নে মহাসড়কে যানবাহন চলাচল এবং পদ্মা, যমুনা ও কর্ণফুলী টানেলসহ সেতু বিভাগের সেতুগুলোকে পারাপারের ক্ষেত্রে সময় সাশ্রয়ী ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে এক বিরাট মাইল ফলক। এ বিষয়ে সেতু বিভাগের সচিব সকলের সহযোগিতা কামনা করেন।
‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’-এর পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং পূবালী ব্যাংক এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংক এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংক এর পক্ষে সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ ও নগদ এর পক্ষে চীফ স্ট্র্যাটেজি অফিসার মো. মুইজ তাসনিম তর্কী চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।