শিরোনাম
ঢাকা ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস জানিয়েছে, প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা ২১.৭ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার চেয়েও ভালো। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা এ প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৮.২২ ট্রিলিয়ন ওন (৫.৭৫ বিলিয়ন মার্কিন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৭ শতাংশ বেশি। আর বিক্রি বেড়েছে ১০ শতাংশ, যা রেকর্ড পরিমাণ ৭৯.১৪ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে। আর পরিচালন মুনাফা ১.২ শতাংশ বেড়ে ৬.৭ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে সিউল থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কায় ভোক্তারা স্মার্টফোন কেনার দিকে ঝুঁকে পড়ায় এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। অনিশ্চয়তা হ্রাস পেলে বছরের দ্বিতীয়ার্ধে আয় আরও বাড়বে বলে তাদের প্রত্যাশা। এ সংবাদটি এমন এক সময়ে এসেছে, যখন সিউল এবং ওয়াশিংটন ৮ জুলাই পারস্পরিক শুল্ক স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রত্যাহারের উদ্দেশ্যে একটি বাণিজ্য চুক্তি তৈরির চেষ্টা করছে।
স্যামসাং ইলেকট্রনিক্স হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কর্পোরেট গোষ্ঠী স্যামসাং গ্রুপের প্রধান সহযোগী প্রতিষ্ঠান যা পারিবারিক নিয়ন্ত্রণাধীন এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির প্রভাবশালী কোম্পানি।
এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দক্ষিণ কোরিয়া চিপ ও গাড়ি শিল্পের জন্য পরিচিত। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শুল্কজনিত “বর্ধিত অনিশ্চয়তা”র প্রেক্ষাপটে তারা সেমিকন্ডাক্টর শিল্পে আরও ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।
স্যামসাং বলেছে, ‘ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ স্মার্টফোন এবং উচ্চ-মূল্য সংযোজিত পণ্যের বিক্রি বাড়ার কারণে নিট মুনাফায় এই প্রবৃদ্ধি এসেছে ।
"সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা এবং ধীরগতির বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও স্যামসং বলেছে, অনিশ্চয়তা হ্রাস পেলে বছরের দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স আরও উন্নত হবে।
বিশ্লেষকরা জানান, ফেব্রুয়ারিতে বাজারে আসা নতুন গ্যালাক্সি এস২৫ স্মার্টফোনের রেকর্ড বিক্রিও এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
কানালিস-এর বিশ্লেষক শেং উইন চৌ এএফপিকে বলেন, ‘স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৪-এ শুরু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্যসমূহের প্রাথমিক সংযোজন এবং এস ২৫-এ তার আরও উন্নত সংস্করণ সংযোজন তাদের একটি শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে।
‘নেটিভ অন-ডিভাইস এআই ক্ষমতা এবং গুগল জেমিনি অ্যাপের সংমিশ্রণ ব্যবহারকারীদের এআই ফাংশনের একটি সমৃদ্ধ স্যুট প্রদান করায় প্রাথমিকভাবে গ্রাহকদের কাছে শক্তিশালী আকর্ষণ তৈরি করেছে।
তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ স্যামসাংয়ের ৫০ শতাংশের বেশি স্মার্টফোন ভিয়েতনামে তৈরি হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও হ্যানয়ের মধ্যে বাণিজ্য আলোচনায় ব্যর্থতা ঘটলে ৪৬ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ হতে পারে।
বিশ্লেষক চৌ জানান, যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের ৯০ শতাংশের বেশি স্মার্টফোন ভিয়েতনাম থেকে আমদানি হয় এবং ঝুঁকি মোকাবিলায় কোম্পানিটিকে তখন ভারত থেকে গ্যালাক্সি এস২৫ সিরিজের মতো উচ্চ মানের মডেলের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে।
তবে তিনি বলেন, ‘এই স্থানান্তর সময় ও কার্যকরী সমন্বয় প্রয়োজন করবে।’
দক্ষিণ কোরিয়ান প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সের সঙ্গে পার্থক্য কমাতে এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করলেও, স্যামসাং এখনো এনভিডিয়াকে উচ্চ ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপের পর্যাপ্ত সরবরাহ দিতে পারছে না। যা এ্আই চিপ বাজারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান।
যার ফলে, কোম্পানিটি আরও বেশি করে চীনা গ্রাহকদের উপর নির্ভর করছে। কিন্তু এখন সে বাজারও চাপে পড়েছে, কারণ ওয়াশিংটন চিপ রপ্তানির নিয়ম আরও কঠোর করার দিকে এগোচ্ছে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এনভিডিয়ার সবচেয়ে উন্নত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)- এর রপ্তানি চীনে সীমিত করেছে, যেগুলো মূলত শীর্ষস্থানীয় এআই মডেল চালাতে ব্যবহৃত হয়।
এদিকে, চীনা স্টার্টআপ ডিপসিক তুলনামূলকভাবে কম দামে জানুয়ারিতে তাদের আর১ চ্যাটবোটের মাধ্যমে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সমমানের কার্যকারিতা প্রদর্শন করে নতুন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে।
‘চীন বাদ দিলে, অধিকাংশ দেশের জন্য উল্লেখযোগ্যভাবে সাধারণ শুল্ক হ্রাসের আশা করা যায়, নির্ভর করছে আলোচনার উপর,” বলেন কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক এম এস হোয়াং।