শিরোনাম
ফারাজী আহম্মদ রফিক বাবন
নাটোর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্যস্ততার ভিড়ে এক চিলতে সুখের খোঁজে মানুষ সবসময় ব্যাকুল থাকে। স্বস্তির নিশ্বাস ফেলতে খোলা জানালায় মুখ বুজে বসে থাকে অধীর আগ্রহে। এরপরও যেখানে যতটুকু শান্তি পাওয়া যায়, তাতেই যেন দীর্ঘশ্বাসটুকু বেরিয়ে যায়। আর মানুষের এই শান্তির বড় উপসর্গ প্রকৃতি। পাখি, ফুল, ফল, সবুজ দৃশ্য সব সময় মানুষকে আকৃষ্ট করে। সম্প্রতি নাটোরবাসী পেয়েছেন এমন স্বস্তির সন্ধান।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন র্যাব কার্যালয়ের জন্য নির্ধারিত নিম্নভূমিতে ফুটেছে হাজারো শাপলা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থান হওয়াতে প্রতিদিন অনেক দর্শনার্থী জাতীয় ফুল দেখতে এসে এর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন।
চলতি মৌসুমে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ প্রান্তে জেলা নির্বাচন অফিস সংলগ্ন নিম্নভূমি জলমগ্ন হয়েছে। কোমড় সমান পানিতে ফুটেছে সাদা আর বেগুনী রঙের হাজারো শাপলা। এর সুবাস ছড়িয়ে যাচ্ছে দূর থেকে দূরে। এসব ফুলকে কেন্দ্র করে শোনা যায় শত শত মৌমাছির গুঞ্জন। সে এক মোহনীয় পরিবেশ। শহরের বুক চিড়ে যেন বিলের অপার প্রাকৃতিক সৌন্দর্য যেন মোহনীয় পরশ বুলিয়ে যাচ্ছে।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, সকালের সূর্যালোকে শাপলাগুলো পাপড়ি মেলে যেন বিলের তারায় পরিণত হয়। পড়ন্ত বেলায় পাপড়িগুলো গুটিয়ে নেয়। যেন মানুষের মন জয় করে দিন শেষে সেগুলো বলে, চললাম তাহলে এবার!
হৃদয় জুড়ে এই সৌন্দর্যের পরশ বুলিয়ে নিতে প্রতিদিন এখানে ভিড় করছেন অনেক দর্শনার্থী। বিশেষ করে নারী আর শিশুদের উপস্থিতি লক্ষ্যনীয়। ‘শহরের মধ্যে যেন এক টুকরো বিলের অপার সৌন্দর্য’-বললেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসমাউল হুসনা।
মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুমা সুলতানা বলেন, হাজারো শাপলা যেন বিলের তারা হয়ে ফুটে আছে। অদ্ভুত সুন্দর সেই দৃশ্য। দেখলে যে কারও চোখ জুড়িয়ে যাবে।
র্যাব কার্যালয়ের জন্য নির্ধারিত নিম্নভূমির ইজারা গ্রহীতা নিখিল মণ্ডল বলেন, র্যাব অফিসের জায়গা ছাড়াও আশপাশের জায়গা জলমগ্ন হয়ে আয়তন দাঁড়িয়েছে প্রায় ১৫ বিঘা। এই জমিতে রোপা আমন ধান রোপণ করেছিলাম, সব বর্ষার পানিতে তলিয়ে গেছে। পরে এই পানিতে মাছ ছেড়েছি। এই জায়গাটি বিলের আকার ধারণ করেছে। প্রতিদিন প্রচুর মানুষ শাপলা ফুলের ছবি তুলতে আসছেন। এর সৌন্দর্য উপভোগ করছেন।