শিরোনাম
বাগেরহাট, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বিশ্ব পর্যটন দিবস আজ। সারাদেশে নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন সংলগ্ন জেলা বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ পর্যটন দিবস উদ্যাপন করা হয়েছে।
এই দিবসক উপলক্ষ করে জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশপ্রেমী নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সম্মিলিতভাবে সুন্দরবনসহ জেলার ঐতিহ্য রক্ষার অঙ্গীকার করেছেন।
তারা বলেন, বাগেরহাটে সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদসহ দর্শনীয় নানা স্থাপনা রয়েছে। এ সব ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে। এছাড়া সুন্দরবনকে রক্ষা করতে হলে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা এখনই বন্ধ করতে হবে। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। এসময় তারা দেশীয় ঐতিহ্য রক্ষা ও পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
পর্যটন দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. রিয়াদুজ জামান, বাগেরহাট পর্যটন মোটেলের ব্যবস্থাপক এমডি আবুল কালাম মোল্লা প্রমুখ।
এছাড়াও মোংলা পশুর হোটেল দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে। পর্যটন হোটেলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পশুর নদীতে নৌ শোভাযাত্রা করা হয়। নৌ শোভাযাত্রায় ইঞ্জিন চালিত ১০টি নৌকা অংশগ্রহণ করে।