বাসস
  ১০ আগস্ট ২০২২, ১১:৫৬

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন বোল্ট

লন্ডন, ১০ আগস্ট, ২০২২ (বাসস) : পরিবারকে আরও বেশি সময় দিতে এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইচ্ছায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সড়িয়ে নিলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। 
আজ এক বিবৃতির মাধ্যমে বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি দেবার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সড়িয়ে নিতে বোর্ডের সাথে একাধিকবার বৈঠক করেছেন বোল্ট। বৈঠকের পর ৩৩ বছর বয়সী বোল্টের ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 
এনজেডসি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমরা ট্রেন্টের অবস্থানকে সম্মান করি। আমাদের সাথে নিজের ইচ্ছাটা ভালোভাবেই তুলে ধরেন তিনি। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসাবে তাকে হারানোর জন্য দুঃখিত আমরা। আমাদের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ তার জন্য। ’
নিউজিল্যান্ডের চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে বোল্ট বলেন, ‘সত্যিকার অর্থেই এই সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য কঠিন এক বিষয় ছিল। এনজেডসিকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘শৈশব থেকেই দেশের ক্রিকেটে খেলার স্বপ্ন দেখেছি আমি। গত ১২ বছরে ব্ল্যাক ক্যাপসের হয়ে আমি যা কিছু পেয়েছি এর জন্য গর্বিত।’
পরিবারের কথা ভেবেই ক্যারিয়ারের উপর চাপটা কমাতে চেয়েছেন বোল্ট। তিনি বলেন, ‘আসলে, আমার স্ত্রী আর তিন ছেলের কথা ভেবেই এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। পরিবার সব সময়ই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই পরিবারকে সবকিছুর আগে রাখতে পছন্দ করি।’
ক্রিকেট থেকে অবসর না নিলেও এখন থেকে ক্রিকেটের পরের জীবন নিয়ে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন বোল্ট। বোর্ডের চুক্তিতে না থাকায় নিউজিল্যান্ডের হয়ে খুব কম ম্যাচেই দেখা যাবে বোল্টকে। তবে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন বোল্ট।
২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় বোল্টের। দেশের হয়ে ৭৮ টেস্টে ৩১৭, ৯৩টি ওয়ানডেতে ১৬৯ ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৬২ উইকেট নিয়েছেন তিনি। 
বর্তমানে ওয়ানডে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বোল্ট। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়