বাসস
  ২৭ মে ২০২২, ১৯:১৮
আপডেট  : ২৭ মে ২০২২, ১৯:২৩

মহিলাদের ২ দিনব্যাপী বয়স ভিত্তিক সাঁতার শুরু

ঢাকা, ২৭ মে ২০২২ (বাসস) : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ ধানমন্ডিস্থ  সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ‘সুলতানা কামাল আন্ত:জেলা মহিলা সাঁতার প্রতিযোগিতা’।
প্রধান অতিথি হিসেবে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।  সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভানেত্রী ও সাাঁতার উপকমিটির আহ্বায়ক আনজুমান আরা আকসির, সাধারণ সম্পাদিকা প্রকৌশলি ফিরোজা বেগম নেলী ও সদস্য সচিব আয়েশা বেগম।
প্রতিযোগিতায় বাংলাদেশের ১৯টি জেলার ১১৪ জন নারী খেলোয়াড় বয়স ভিত্তিক  তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করছে।  ক’ গ্রুপে ৮ থেকে ১০ বছর, খ’ গ্রুপে ১১ থেকে ১২ বছর এবং গ’ গ্রুপে ১৩ থেকে ১৪ বছর বয়সি নারী সাঁতারুরা অংশ নিচ্ছে।   
আগামীকাল ২৮ মে শনিবার বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত   থাকবেন ক্রীড়া সচিব মোজবাহ উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়