বাসস
  ২০ মে ২০২২, ১৮:২২

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে পুরো স্টেডিয়ামে দর্শক

নয়া দিল্লি, ২০ মে ২০২২ (বাসস) : আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভরা গ্যালারিতেই অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, শতভাগ দর্শক মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে।
দুই বছর ধরে করোনার কারণে মাঠে দর্শক প্রবেশে বিধি-নিষেধ রেখেছিলো বিসিসিআই। ভারতের মাটিতে চলমান আইপিএলের পঞ্চদশ আসরে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পায়। তদবে প্লে-অফে শতভাগ দর্শক থাকবে। তাই আন্তর্জাতিক ক্রিকেটেও পরিপূর্ণ গ্যালারি চায় বিসিসিআই।
আগামী ৯ মার্চ থেকে ভারতে মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজ থেকেই গ্যালারিতে ঠাসা থাকবে দর্শক।
বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে শতভাগ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে।’
৯ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে- দিল্লি, কটক, বিশাখাপত্মম, রাজকোট এবং বেঙ্গালুরুতে। সিরিজের শেষ ১৯ জুন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়