বাসস
  ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৩৩

রোহিত, রাহুলকে পছন্দ স্মিথের

সিডনি, ২৭ জানুয়ারি ২০২২ (বাসস) : সর্বশেষ দক্ষিণ আফ্রিকার সফর শেষে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন  বিরাট কোহলি। এরপর থেকেই জল্পনা-কল্পনা ভারতের পরবর্তীতে টেস্ট অধিনায়ক কে হচ্ছেন। সেই পালে ভেসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে নিজের পছন্দের কথা জানিয়েছেন তিনি। সেই সাথে সাবেক অধিনায়ক কোহলির প্রশংসাও করেছেন স্মিথ।
গত টি-টোয়েন্টি বিশ^কাপের পর সেচ্ছায় ভারতের অধিনায়ক ছাড়েন কোহলি। এরপর ওয়ানডে থেকে কোহলির অধিনায়কত্ব কেড়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই ক্ষোভে দক্ষিন আফ্রিকা সফরে টেস্ট হারার ২৪ ঘন্টার মধ্যে বড় ফরম্যাটের অধিনায়কত্বও ছাড়েন কোহলি।
কোহলির পর এখন ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে চুলচেরা বিশ্লেষন চলছে। ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের পছন্দের অধিনায়কের নাম বলছেন। স্মিথও নিজের পছন্দের ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক বেছে নিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভক্তদের এক প্রশ্নের জবাবে স্মিথ বলেন, ‘ভবিষ্যতের কথা বলতে গেলে আমার মনে হয় রোহিত এবং লোকেশ রাহুল অধিনায়ক হবার জন্য, দুই সেরা দাবিদার।’
সেই সাথে কোহলির অধিনায়কত্বের প্রশংসাও করেছেন স্মিথ। তিনি বলেন, ‘প্রথমত কোহলিকে অনেক অভিনন্দন। গত ছয় সাত বছর ধরে সে ভারতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। সে সত্যিই দুর্দান্ত কাজ করেছে।’
ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার সফরে যাননি রোহিত। তাই প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেন রাহুল। সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়