বাসস
  ২৭ জানুয়ারি ২০২২, ১৫:০৫

করোনায় আক্রান্ত হওয়ায় আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে পারছেন না স্কালোনি

বুয়েন্স আয়ার্স, ২৭ জানুয়ারি ২০২২ (বাসস) : করোনায় আক্রান্ত হওয়ায় চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি। 
বুধবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন তার সহকারী ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালা ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। তবে চিলি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। 
স্কালোনি বলেছেন, ‘আমি সুস্থ আছি। কিন্তু পিসিআর পরীক্ষায় এখনো পজিটিভ এসেছে।’
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও পর্যাপ্ত ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় সুপারস্টার লিওনেল মেসি খেলতে পারছেন না। তার স্থানে মূল একাদশে পাওলো দিবালাকে নামানোর ইঙ্গিত পাওয়া গেছে। স্কালোনি বলেন,  ‘কোভিড আক্রান্ত হবার পর আমি মেসির সাথে কথা বলেছি। ভাইরাসটি তাকে ভালভাবেই আক্রান্ত করেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো সে সুস্থ হয়ে উঠেছে। তাকে আক্রান্ত করা ভ্যারিয়েন্টটি মোটেই ভাল ছিলনা।’
করোনা ভাইরাসে চিলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যেই দলের দুই ডিফেন্ডার মরিসিও ইসলা ও ফ্রান্সিসকো সিয়েরাল্টা ও উইঙ্গার জিন মেনেসেস করোনায় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়