বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

প্লে-অফেও রিয়ালের প্রতিপক্ষ বেনফিকা

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুইজারল্যান্ডের নিওনে আজ চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের প্লে-অফের ড্র’র লাইনআপ চূড়ান্ত হয়েছে।

প্লে-অফেও মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের বেনফিকা। 

লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার নাটকীয় লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। ৪-২ গোলে ওই ম্যাচ হেরেছিল রিয়াল।  ম্যাচটিতে  আর এক গোল করলে প্লে-অফ এড়াতে পারতো রিয়াল। 

আর বেনফিকার সামনে সমীকরণ ছিল, এক গোল করতে পারলে প্লে-অফ নিশ্চিত করা। ম্যাচের যোগ করা সময়ে অর্থাৎ ৯৮ মিনিটে গোল করে প্লে-অফ নিশ্চিত করে বেনফিকা। তাই নবম হয়ে প্লে-অফে যেতে হয় রিয়ালকে। এবার প্লে-অফে লড়াইয়ে দেখা হবে রিয়াল ও বেনফিকার। 

এছাড়া অন্যান্য হাই-ভোল্টেজ ম্যাচের মধ্যে প্লে অফে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো এবং জুভেন্টাস ও গ্যালাতাসারে মুখোমুখি হবে।

প্লে-অফের প্রথম লেগ ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

প্লেঅফ : 

গ্যালাতাসারে-জুভেন্টাস
বরুশিয়া ডর্টমুন্ড-আতালান্তা
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
মোনাকো-পিএসজি
কারাবাগ-নিউক্যাসল ইউনাইটেড
অলিম্পিয়াকোস-বায়ার লেভারকুজেন
বোডো/গ্লিম্ট-ইন্টার মিলান
ক্লাব ব্রাগা-আতলেতিকো মাদ্রিদ