শিরোনাম

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন স্পেনের কার্লোস আলকারাস।
আজ রড লেভার অ্যারেনায় পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের ম্যারাথন লড়াইয়ে আলকারাস ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৬-৭ (৪-৭), ৭-৫ গেমে জার্মানির আলেকজান্ডার জেভরেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
তৃতীয় সেটের পর ঊরুর চোট ও ক্র্যাম্প ইনজুরিতে পড়েন আলকারাস। তারপরও হাল ছাড়েননি তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন আলকারাস।
তৃতীয় সেটে শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন আলকারাস। জেভরেভের বিপক্ষে জয়ের পর ম্যাচ শেষে আলকারাস বলেন, ‘শারীরিকভাবে এটি আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন ম্যাচ ছিল। তৃতীয় সেটের পর অসহায় লাগছিল। কিন্তু আমি হাল ছাড়তে চাইনি। শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছি। নিজের সেরাটা দিয়ে লড়াই করেছি।’
এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে আলকারাসের সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। তবে দু’বার করে অন্য তিন গ্র্যান্ড স্ল্যাম- ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন তিনি।
আলকারাসের লড়াইয়ের প্রশংসা করেছেন জেভরেভ। তিনি বলেন, ‘আলকারাস যেভাবে লড়াই করেছে, সেটি অবিশ্বাস্য। আমি আমার চেষ্টা করেছি। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না।’
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ইতালির জেনিক সিনারের কাছে হেরে যান জেভরেভ। এখন পর্যন্ত টেনিস ক্যারিয়ারে কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জেভরেভ।
আগামী রোববার ফাইনালে নোভাক জোকোভিচ বা জেনিক সিনারের বিপক্ষে খেলবেন আলকারাস।