শিরোনাম

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি ককের বিধ্বংসী সেঞ্চুরিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২২২ রান তাড়া করে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ম্যাচ ৯ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিন সিরিজ হারের পর জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে অধিনায়ক শাই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ রান করেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেটে ৬২ বলে ১২৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার ব্রান্ডন কিং ও শিমরোন হেটমায়ার।
৫টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৪৯ রানে থামেন কিং। ৮টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৭৫ রান করেন হেটমায়ার।
পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন শেরফানে রাদারফোর্ড। ২৩৭ স্ট্রাইক রেটে ৫টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২২১ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ২২ রানে ২ উইকেট নেন।
২২২ রান তাড়া করতে নেমে দলীয় ২৭ রানে ওপেনার আইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১২ বলে ১৫ রান করেন অধিনায়ক মার্করাম।
এরপর রায়ান রিকেলটনকে নিয়ে ৭২ বলে ১৬২ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত্তি গড়ে দেন ডি কক। ৪৩ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করেন ডি কক।
দলীয় ১৮৯ রানে ডি কক ফেরার পর জয় পেতে সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। ৯টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে অনবদ্য ৭৭ রানের ইনিংস খেলে ১৫ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন রিকেলটন।
৬টি চার ও ১০টি ছক্কায় ৪৯ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ডি কক।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।