শিরোনাম

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরি ও পেসার মারুফা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা ষষ্ঠ জয় পেয়েছে বাংলাদেশ দল।
আজ সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। টি-টোয়েন্টিতে রান বিবেচনায় এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় ।
গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্টও সুপার সিক্সে যোগ হয়েছে।
নেপালের কীর্তিপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪২ বলে ৬৭ রানের সূচনা করেন বাংলাদেশ দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দলীয় ৬৭ রানেই বিদায় নেন দু’জনে। দিলারা ২৮ বলে ৩৯ ও জুয়াইরিয়া ২২ বলে ২২ রান করেন।
তিন নম্বরে নেমে ১৫ রানে থামেন শারমিন আক্তার। দলীয় ৮৬ রানে শারমিন ফেরার পর স্কটল্যান্ড বোলারদের বিপক্ষে তাণ্ডব চালান নিগার ও সোবহানা মোস্তারি। ৫২ বলে ১শ রানের জুটি গড়েন তারা।
এই জুটিতে টি-টোয়েন্টি দশম হাফ-সেঞ্চুরির দেখা পান নিগার। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। ৭ চার ও ২ ছক্কায় ২৩ বলে ২০৪ স্ট্রাইক রেটে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সোবহানা। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।
১৯২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করে বড় ব্যবধানে পরাজিত হয় স্কটিশরা।
৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মারুফা। এছাড়া স্বর্ণা আক্তার ২টি এবং নাহিদা আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিগার।
আগামী ১ ফেব্রুয়ারি সুপার সিক্সে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।