শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের হোবার্ট হ্যারিকেন্স।
আজ প্লে অফের চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট। ম্যাচে ২ উইকেট শিকারের পাশাপাশি ১১ রান করেন রিশাদ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চ্যালেঞ্জার পর্বে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও হোবার্ট হ্যারিকেন্স।
এ ম্যাচের জয়ী দল ফাইনালে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে খেলার টিকিট পাবে। সেই লক্ষ্যে টস জিতে সিডনিকে প্রথমে ব্যাট করতে পাঠায় হোবার্ট। স্টিভ স্মিথের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় সিডনি।
৯টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৬৫ রান করেন স্মিথ। এছাড়া জোয়েল ডেভিস ১২ বলে ২৭ রান করেন।
হোবার্টের রিলি মেরেডিথ ৩ উইকেট নেন। ৪ ওভার বল করে ৩৩ রানে ২ উইকেট নেন রিশাদ। বোলিংয়ে তিনটি চার ও একটি ছক্কা হজম করেন তিনি। ডট ডেলিভারি করেন ৬টি।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার খেলতে নেমে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করলেন রিশাদ। যা স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। রিশাদের সমান ১৫টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার পার্থ স্কোর্চার্সের কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লয়েড পোপ।
১৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭.২ ওভারে ১৪১ রানে অলআউট হয় রিশাদের হোবার্ট। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক বেন ম্যাকডারমট।
১৪তম ওভারে ১০৯ রানে সপ্তম উইকেট পতনের পর ব্যাট করার সুযোগ পান রিশাদ। নয় নম্বরে নেমে ১টি ছক্কায় ৮ বলে ১১ রান করেন রিশাদ। সিডনির বেন ডোয়ারশিষ ৩ উইকেট নেন।
আগামী ২৫ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।