বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

মৌসুমের শেষে ইউনাইটেড ছাড়ছেন ক্যাসেমিরো

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চলতি মৌসুমের পরে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষনা দিয়েছে ক্যাসেমিরে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউনাইটেডে এসেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত থেকে ক্লাব সরে আসায় মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন ক্যাসেমিরো।

৩৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার ৬০ মিলিয়ন পাউন্ডে বার্নাব্যু থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিয়েছিলেন। এই সময়ের মধ্যে তিনি ১৪৬ ম্যাচে ২১ গোল করেছেন।

ক্যাসেমিরো বলেন, “আমি সারাজীবন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের সঙ্গে বয়ে নিয়ে চলবো। এই সুন্দর স্টেডিয়ামে প্রথম যেদিন আমি মাঠে নেমেছিলাম, সেদিনই ওল্ড ট্র্যাফোর্ডের আবেগ এবং এই বিশেষ ক্লাবের জন্য সমর্থকদের যে ভালোবাসা, তা গভীরভাবে অনুভব করেছি, যে ভালোবাসা এখন আমিও ভাগ করে নেই।

বিদায় বলার সময় এখনও আসেনি; সামনে আরও চার মাসে অনেক স্মৃতি তৈরি করার সুযোগ রয়েছে। আমাদের একসঙ্গে লড়াই করার মতো এখনও অনেক কিছু বাকি। সব সময়ের মতোই আমার পুরো মনোযোগ থাকবে নিজের সবটা দিয়ে ক্লাবকে সাফল্য পেতে সহায়তা করার দিকে।”

নিজের অবস্থান স্পষ্ট করার জন্য ক্যাসেমিরো চার মাস আগেই বিদায়ের ঘোষনা দিয়েছেন বলেন একটি সূত্র নিশ্চিত করেছে।

আগামী মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটিতে খেলা চালিয়ে যেতে আগ্রহী ক্যাসেমিরো। যদিও অতীতে তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি পেশাদার লিগের একাধিক ক্লাব।