বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ২০:২৬

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করল দু’দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ।  

২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচ করে খেলে ভারত ৪, নিউজিল্যান্ড ২ ও যুক্তরাষ্ট্রের ১ পয়েন্ট আছে। 

আগামী ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। 

আজ বুলাওয়ায়োতে বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শুরু করা যায়নি। এক ঘন্টার বেশি সময় নষ্ট হলে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ ৪৭ ওভারে নেমে আসে। 

দীর্ঘ সময় পর হওয়া টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার ইকবাল হোসেন ইমন। নিউজিল্যান্ড ওপেনার হুগো বোগকে ৮ রানে বোল্ড করেন ইমন। 

এরপর দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। ১০ ওভার শেষে বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। বৃষ্টির তেজ অব্যাহত থাকায় স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। 

১০ ওভার শেষে ১ উইকেটে ৫১ রান করেছিল নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।