শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। গতরাতে রেসিং সান্তান্দারকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। দলের হয়ে গোল দুটি করেন ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। এর আগে চারবার টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল বার্সা। ১৯২৫ থেকে ১৯২৭ সালের মধ্যে, ১৯৫৫-৫৬ মৌসুমে, ২০০৮-০৯ মৌসুমে এবং ২০১৪-১৫ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতেছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড আছে বার্সার। ২০০৫-০৬ মৌসুমে ঐ রেকর্ড সৃষ্টি করেছিল তারা।
দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দারের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। আক্রমণভাগের খেলোয়াড়দের ভুল ও রেসিং সান্তান্দারের রক্ষণদূর্গের দৃঢ়তায় গোল আদায় করতে পারেনি তারা। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
অবশেষে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বার্সেলোনা। ৬৬ মিনিটে মাঝমাঠ থেকে তোরেসকে পাস দেন ফার্মিন লোপেস। বল নিয়ে রেসিংয়ের বক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান তোরেস(১-০)।
পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রেসিং। দুটি ভালো সুযোগে দুই গোলও আদায় করে নেয় তারা। কিন্তু অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি সময়ে গড়ায় ম্যাচ। সেখানে ষষ্ঠ মিনিটে রাফিনিয়ার পাস থেকে গোল করেন ইয়ামাল।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তোরেস বলেন, ‘আমরা ভাবিনি রেসিং আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। শেষ পর্যন্ত আমরা কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল-জয়। দলের পারফরমেন্সে কোচসহ সবাই খুশি। আশা করি, পরের ম্যাচে আমরা দল হিসেবে আরও ভালো খেলব।’