শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৫তম ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট নেন চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন শরিফুল। বিপিএলের মঞ্চে ৫ উইকেট নিয়ে নয়া রেকর্ডের জন্ম দিলেন তিনি।
বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন শরিফুল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী। শরিফুলের বোলিং তোপে ১৮ দশমিক ৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।
৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট শিকার করেন শরিফুল। এরমধ্যে নিজের তৃতীয় ওভারে ডাবল মেডেন উইকেট এবং শেষ ওভারে ৫ বল ডেলিভারি করে ১ রানে ২ উইকেট নেন তিনি। ১৫২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইনিংসে এই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন এই পেসার।
বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট শিকারের নয়া রেকর্ড গড়েন শরিফুল। আগে রেকর্ডটি ছিল আবু হায়দার রনির। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।
বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে কম রানে ৫ উইকেট শিকারের রেকর্ড পাকিস্তানের মোহাম্মাদ সামির। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর হয়ে ৩ দশমিক ২ ওভার বল করে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সামি।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হন শরিফুল। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি।