শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বাদশ আসরের বাকি ম্যাচগুলোতে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করবেন লিটন দাস। রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।
টানা তিন ম্যাচ হেরে হতাশা নিয়ে সিলেট পর্ব শেষ করে রংপুর রাইডার্স। ফলে প্লে-অফ নিশ্চিত করার পথে ধাক্কা খায় তারা। ঢাকা পর্ব শুরু আগে ইতোমধ্যে তিনটি দল প্লে-অফ নিশ্চিত করেছে।
নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের বিপিএল শুরু করেছিল রংপুর। কিন্তু ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি সোহান। ৬ ইনিংস ব্যাট করে মাত্র ৩০ রান করেছেন তিনি।
রংপুরের প্রধান কোচ মিকি আর্থার জানান, ব্যাট হাতে পারফরমেন্সের উন্নতির লক্ষ্যে স্বেচ্ছায় অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছে সোহান।
প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটনকে ৭০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় রংপুর। আসরের শুরু থেকে শুধু ব্যাটার হিসেবে রংপুরের হয়ে খেলছেন লিটন। অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি লিটনও। ৮ ইনিংসে ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন তিনি।
এখনও প্লে-অফ নিশ্চিত করতে না পারলেও, শেষ চারে জায়গা করার দ্বারপ্রান্তে রংপুর। ৮ ম্যাচ খেলে ৪টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। আর মাত্র ১টি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে তাদের।
প্লে-অফে জায়গা নিশ্চিত করা কঠিন হবে না বলে মনে করেন লিটন। তিনি বলেন, ‘আমি মনে করি না, এটি খুব চ্যালেঞ্জিং হবে। এখন একটা ম্যাচ জিততে পারলেই আমরা প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করব।’
তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে পারলে আমরা ফাইনালেও যেতে পারব। ভালো ক্রিকেট খেলতে পারলে আমাদের সুযোগ আসবেই।’