বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ পান্তের

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তিনি। 

গতকাল ভাডোদারার কোটাম্বি স্টেডিয়ামে ভারতের ঐচ্ছিক অনুশীলনে ব্যাট করতে গিয়ে ইনজুরিতে পড়েন পান্ত। 

পরবর্তীতে পান্তের ইনজুরির অবস্থা বুঝতে এমআরআই করা হয়। মেডিকেল রিপোর্টে, সাইড স্ট্রেইন ইনজুরি ধরা পড়ে পান্তের। 

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, ‘সাইড স্ট্রেইন ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন পান্ত।’

নিউজিল্যান্ড সিরিজে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ব্যাক-আপ ছিলেন পান্ত। তবে তার   ছিটকে যাওয়ায় দ্রুত বদলি হিসেবে ওয়ানডে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলকে। 

বিজয় হাজারেতে ব্যাট হাতে ছন্দে ছিলেন ডান-হাতি জুরেল। ৭ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৯০’র উপরে গড়ে ৫৫৮ রান করেছেন তিনি।