শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি ২০২৬ (বাসস) : চার ম্যাচ পর বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে উইকেট শূন্য থাকলেন হোবার্ট হারিকেনসের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
লিগ পর্বে হোবার্টের ষষ্ঠ ম্যাচে আজ পার্থ র্স্কোচার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৫ রান দিয়েও উইকেটের দেখা পাননি রিশাদ। ব্যাট হাতে ৮ বলে ১০ রান করেন তিনি। রিশাদের হতাশার দিন ৪০ রানে ম্যাচ হেরেছে হোবার্ট।
ঘরের মাঠে টস হেরে পার্থকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় হোবার্ট। ওপেনার মিচেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২২৯ রান করে পার্থ।
১১টি চার ও ৫টি ছক্কায় ৫৮ বলে ১০২ রান করেন মার্শ। এছাড়া চার নম্বরে নেমে ৪৩ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যারন হার্ডি। ৯টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান হার্ডি।
পার্থের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল করতে এসে ৭ রান দেন রিশাদ। দ্বিতীয় ওভারেও দারুণ বোলিং করেন তিনি। খরচ করেন মাত্র ৪ রান। তবে ইনিংসের ১৩তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ১২ রান দেন রিশাদ। এমনকি নিজের শেষ ওভারেও ১২ রান দিয়েছেন এই ডান-হাতি স্পিনার।
২৩০ রানের বড় টার্গেটে খেলতে নেমে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করে ম্যাচ হারে হোবার্ট। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নিখিল চৌধুরি।
দশ নম্বরে নেমে ২টি চারে ৮ বলে ১০ রান করেন রিশাদ। এই নিয়ে দ্বিতীয়বার এবারের বিগ ব্যাশে ব্যাট করার সুযোগ পেলেন তিনি। এর আগে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে অপরাজিত ৫ রান করেছিলেন রিশাদ।
বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩ ওভারে ৩৩ রানে ২, মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ১, পার্থ র্স্কোচার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৩ এবং রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন রিশাদ।
এখন পর্যন্ত বিগ ব্যাশে ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন রিশাদ।
পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হোবার্ট।