বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

কামিন্স-হ্যাজেলউডদের নিয়েই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ জানুয়ারি ২০২৬ (বাসস) : চোট আক্রান্ত প্যাট কামিন্স-জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন কামিন্স-হ্যাজেলউড ও ডেভিড। 

পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে চলমান অ্যাশেজের তৃতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরেছিলেন নিয়মিত অধিনায়ক কামিন্স। কিন্তু ঐ টেস্টে আবারও পিঠের ইনজুরিতে পড়েন তিনি। এতে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যান কামিন্স। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কামিন্সের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিল। 

কিন্তু কামিন্সকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষনা করেছে সিএ। ইনজুরি থাকার পরও বিশ্বকাপ দলে রাখা হয়েছে হ্যাজেলউড ও ডেভিডকেও। 

আগের থেকেই হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরিতে ভুগছেন হ্যাজেলউড। এজন্য চলতি অ্যাশেজে খেলতে পারছেন না তিনি। 

সদ্য হ্যামস্ট্রিং ইনজুরিতে ডেভিড। চলমান বিগ ব্যাশ লিগের ১২তম ম্যাচে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে ইনজুরিতে পড়েন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নামা ডেভিড।

যদি এই তিন জনের কেউ বিশ্বকাপে খেলার জন্য ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে এ মাসের শেষ দিকে বিশ্বকাপ দলে পরিবর্তন আনবে সিএ। আইসিসি নিয়মনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ থাকছে।  

তাই কামিন্স-হ্যাজেলউড ও ডেভিডের ইনজুরির কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলকে প্রাথমিক স্কোয়াড হিসেবে মনে করছেন সিএ’র প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘কামিন্স-হ্যাজেলউড ও ডেভিডের মাঠে ফেরার প্রক্রিয়া ভালভাবে এগোচ্ছে। তারা বিশ্বকাপে খেলতে পারবেন বলে আমরা আত্মবিশ্বাসী। এটা প্রাথমিক দল। তাই প্রয়োজন হলে পরিবর্তন আনা হবে।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।