শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি ২০২৬ (বাসস) : আজমতুল্লাহ ওমারজাইর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের সপ্তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট টাইটান্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানের মধ্যে ২ উইকেট হারায় সিলেট। রনি তালুকদার ১১ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬ রানে আউট হন।
তৃতীয় উইকেটে ৫৪ বলে ৬৪ রান যোগ করে সিলেটকে ভাল অবস্থায় নেন সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন। ৬ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন সাইম ও ইমন। ৩৪ বলে সাইম ২৯ এবং ৩২ বলে ৪৪ রান করেন ইমন। ৯২ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট।
পাঁচ নম্বরে নেমে ১৩ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন।
এরপর ব্যাট হাতে ঝড় তুলেন ওমারজাই ও ইথান ব্রুকস। ষষ্ঠ উইকেটে তাদের ২০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় সিলেট
২৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন ওমারজাই। টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ২টি চারে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন ব্রুকস।
সালমান মির্জা ২টি, তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফুদ্দিন ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন।