বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:৫৩

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দু’টি ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

স্থগিত হওয়া ম্যাচ দু’টি ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তিন দিনের জাতীয় শোকের প্রথম দিনে বাংলাদেশ সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় বুধবার বিপিএলের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।

আজ স্থগিত হওয়া সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার বিপিএলের ম্যাচ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

১ ও ২ জানুয়ারির ম্যাচগুলো যথারীতি আগের সূচিতে অনুষ্ঠিত হবে।