শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : চলমান অ্যাশেজ সিরিজে ইনজুরিতে পড়া পেসার জোফরা আর্চারকে নিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে বাঁ-পাশে মাংসপেশির ইনজুরিতে পড়েন আর্চার। ফলে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যান তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হবে। আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন আর্চার।
তাই বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হয়েছে আর্চারকে।
বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন দেশের হয়ে এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি না খেলা ডান-হাতি পেসার জশ টাং। তবে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। ৮ টেস্টে ৪৩ উইকেট শিকার করেছেন টাং।
বিশ্বকাপের আগে শ্রীলংকা সফর করবে ইংল্যান্ড। ঐ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। আর্চার বাদে বিশ্বকাপের দলে থাকা বাকী সদস্যদের নিয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আর্চারের জায়গায় লংকানদের বিপক্ষে খেলবেন পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষনা করেছে ইসিবি। দু’বছর পর ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার জ্যাক ক্রলি। হ্যারি ব্রুকের অধীনে শ্রীলংকা সিরিজ ও বিশ্বকাপে খেলতে নামবে ইংল্যান্ড।
শ্রীলংকার বিপক্ষে ২২ জানুয়ারি থেকে ওয়ানডে ও ৩০ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।
শ্রীলংকার সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।
শ্রীলংকা সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও লুক উড।