বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট : ব্যক্তিগত সাফল্যের বছর

ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের ক্রিকেটে ২০২৫ সাল একটি অর্জন এবং ব্যক্তিগত সাফল্যে পরিপূর্ণ একটি বছর। যখন পুরুষ দল ধারাবাহিকতা বজায় রাখতে লড়াই করেছে তখন বেশ কিছু খেলোয়াড় ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে।

খন নারী দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, তখন অনূর্ধ্ব-১৯ দল আশা জাগিয়েও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থ হয়েছে। 

মাঠে মিশ্র ফলাফল :

উত্থান-পতনময় একটি বছর কেটেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। বেশ কিছু সেরা পারফরমেন্স দেখা গেলেও, সেগুলো মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল। 

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের লজ্জা পায় টাইগাররা। টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়সহ আটটি সিরিজের মধ্যে পাঁচটিই জিতেছে টাইগাররা। 

তবে ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও, শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে সিরিজ হারে তারা। এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।

টেস্ট ক্রিকেটে লড়াই অব্যাহত ছিল বাংলাদেশের। টেস্টে তিনটি সিরিজ খেলে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে তারা। শ্রীলংকার কাছে সিরিজ হারলেও বছরের শেষভাগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। 

২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে আট দলের বিশ্বকাপে হতাশ করে তারা।

লিগ পর্বে ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে তারা। পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পায় টাইগ্রেসরা। 

অনূর্ধ্ব-১৯ দলেরও বছরের শুরুটা ছিল চমৎকার। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতে যুবারা। তবে এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ হারায় তারা।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় যুব দল। 

রেকর্ড এবং মাইলফলক : ব্যক্তিগত সাফল্য

দলের মিশ্র ফলাফল সত্ত্বেও, ২০২৫ সালে বেশ কয়েকটি ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জল ছিল ক্রিকেটাররা।

সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ইতিহাসের জন্ম দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

টি-টোয়েন্টি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন লিটন দাস। সাকিবের ২৫৫১ রানের রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে লিটনের রান ২৬৫৫। 

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। ১৫৮ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সবার উপর এখন ফিজ। ১৪৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। 

শততম টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রান করেন মুশফিক। ফলে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েন মুশি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরির নজির গড়েন মুশফিক।

প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন রিকি পন্টিং।

সেঞ্চুরি এবং ছক্কার ফুলঝুড়ি ;

বাংলাদেশ ব্যাটারদের জন্য বছরটি দুর্দান্ত ছিল। ২০২৫ সালে ১১টি সেঞ্চুরি করেছেন টাইগাররা ব্যাটাররা। যার মধ্যে ৯টি হয়েছে টেস্ট ফরম্যাটে। এক বছরে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ২০১৪ সালেও টেস্টে ৯টি সেঞ্চুরি হয়েছিল। 

সব ফরম্যাট মিলিয়ে এ বছর ২৯৮টি ছক্কা মেরেছে বাংলাদেশ দল। এরমধ্যে টি-টোয়েন্টিতে ২০৬টি ছক্কা ছিল। 

প্রথমবারের মত এক বছরে কোন ফরম্যাটে ২শর বেশি বেশি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। 

ওয়ানডে র‌্যাংকিংয়ে পতন :

২০২৫ সালে উল্লেখযোগ্য হতাশার মধ্যে একটি ছিল ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পতন। শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে সিরিজ হেরে র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় টাইগাররা। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে, সাফল্য নিয়ে বছর শেষ করে তারা। 

বিসিবির নেতৃত্বে পরিবর্তন : 

গত মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি করা হয় দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এরপর নির্বাচনের মধ্যে দিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন বুলবুল। ঐ নির্বাচনে অংশ নিয়ে সহ-সভাপতি হন ফারুক।

বিপিএল থেকে দুর্নীতি নির্মূলের প্রচেষ্টা :

গত আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হলেও এবারের বিপিএলের নিলামে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখেনি বিসিবি। গতবারের মত এবারও সংক্ষিপ্ত নোটিশে বিপিএল আয়োজন করতে গিয়ে বিপাকে পড়ে বিসিবি। বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকরা জানান, তাদের পক্ষে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি চালানো সম্ভব নয়। পরে চট্টগ্রাম দলের দলের দায়িত্ব নেয় বিসিবি।

তামিম ইকবালের হার্ট অ্যাটাক ও মাহবুবের মর্মান্তিক মৃত্যু :

২০২৫ সালে ক্রিকেটারদের মধ্যে অসুস্থ হয়ে পড়া এবং মৃতুর ঘটনাও ঘটেছে। ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত্র হন। যা ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে। অসুস্থ হবার পর তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেন মোহামেডানের হয়ে খেলা তামিম। 

চিকিৎসা শেষে সৌভাগ্যক্রমে সুস্থ হয়ে উঠেন তিনি।

বছরের শেষ দিকে এসে ক্রিকেট মহল বড় ধরণের ট্র্যাজেডিতে পড়ে। বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মাহবুবকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া গত অক্টোবরে, বরিশালে ম্যাচ চলাকালীন জাতীয় ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদও অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মর্মান্তিক মৃত্যু হয় তার। 

বাংলাদেশ পুরুষ দলের পারফরমেন্স : 

টেস্ট : ৬টি ম্যাচ, ৩টিতে জয়, ২টিতে হার এবং ১টি ড্র
ওয়ানডে : ১১টি ম্যাচ, ৩টিতে জয়, ৭টিতে হার এবং ১টি টাই
টি-টোয়েন্টি : ৩০টি ম্যাচ, ১৫টিতে জয়, ১৪টিতে হার, ১টি পরিত্যক্ত

বাংলাদেশ নারী দলের পারফরমেন্স :  

ওয়ানডে : ১৫টি ম্যাচ, ৫টিতে জয়, ৯টিতে হার, ১টি পরিত্যক্ত
টি-টোয়েন্টি : ৩টি ম্যাচ, ৩টিতে জয়, ৩টিতে হার

সর্বোচ্চ রান :

টেস্ট : নাজমুল হোসেন শান্ত- ৫৩২ রান
ওয়ানডে : তাওহিদ হৃদয়- ৩৮৮ রান
টি-টোয়েন্টি : তানজিদ হাসান তামিম ৭৭৫ রান

সর্বোচ্চ উইকেট :

টেস্ট : তাইজুল ইসলাম- ৩৩ উইকেট
ওয়ানডে : রিশাদ হোসেন ১৭ উইকেট
টি-টোয়েন্টি : রিশাদ হোসেন ৩৩ উইকেট