বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫

বিসিবিকে ধন্যবাদ তাসকিনের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র নীতি সহজ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেসার তাসকিন আহমেদ।

আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তাসকিন বলেন, আন্তর্জাতিক লিগ খেলোয়াড়দের টেকনিক্যালি এবং মানসিকভাবে অভিজ্ঞতা অর্জনে অনেক বেশি সহায়তা করে থাকে।

বিদেশি লিগে খেলার কারণে বিভিন্ন দেশের কোচিং স্টাফ-খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা খেলোয়াড়দের অনেক বেশি উপকৃত করে।

দুবাইয়ে চলমান আইএল টি-টোয়েন্টি লিগ খেলে আসা তাসকিন বলেন, ‘ভিন্ন ভিন্ন সংস্কৃতির খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম শেয়ার করলে অনেক কিছু শেখার থাকে। আলাদা কোচিং প্যানেল থাকে এবং সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। ক্রিকেটে নিজের দক্ষতা উন্নত করতে অনেক সহায়তা করে। অনাপত্তিপত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য আমি বিসিবির কাছে কৃতজ্ঞ। এটি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই লাভবান করবে।’

বিদেশি লিগে সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার মান উন্নত হবে বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক লিগে বেশি খেললে, বিভিন্ন সংস্কৃতির খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করলে খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে। এই অভিজ্ঞতা একজন ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।’

অনাপত্তিপত্র নীতি বিসিবি সহজ রাখলে বিশ্বব্যাপী খেলোয়াড়দের মূল্য বৃদ্ধি পাবে বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘এটি অব্যাহত থাকলে সর্বত্র বাংলাদেশি খেলোয়াড়দের মূল্য বৃদ্ধি পাবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া মুস্তাফিজুর রহমান সম্পর্কে তাসকিন জানান, কলকাতা নাইট রাইডার্স থেকে ৯ কোটি ২০ লাখ টাকা পাওয়ার যোগ্য ফিজ।

তাসকিন বলেন, ‘মুস্তাফিজ ১৮ কোটি টাকা পেলেও আমি অবাক হতাম না। সে ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণ করেছে এবং আইপিএলে বেশ কয়েকটি দলের হয়ে ভালো খেলেছে। তাই এই মূল্য তার প্রাপ্য।’

এদিকে, আইএল টি-টোয়েন্টি থেকে ফিরে আসার পর আজ সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন তাসকিন। আইএল টুর্নামেন্টে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।