বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭

রিশাদের ২ উইকেট; হ্যাটট্রিক জয় হোবার্টের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে বল হাতে উইকেট শিকারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন হোবার্ট হারিকেনসের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।

আজ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৩৪ রানে ২ উইকেট নেন হোবার্টের রিশাদ। লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে হোবার্ট ৪ উইকেটে হারিয়েছে মেলবোর্নকে। এখন পর্যন্ত বিগ ব্যাশে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন রিশাদ। উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন মেলবোর্ন স্টার্সের দুই পেসার টম কারান ও হারিস রউফ।

ঘরের মাঠে টস জিতে মেলবোর্নকে ব্যাট করতে পাঠায় হোবার্ট। ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করে মেলবোর্ন।

দলের হয়ে ওলিভার পিকি সর্বোচ্চ ২৯, দুই ওপেনার জশ ব্রাউন ও টিম সেইফার্ট ২৬ রান করে করেন।

চতুর্থ ওভার হিসেবে আক্রমনে এসে ৪ ওভার বল করে ৮ দশমিক ৫০ ইকোনমি রেটে ৩৪ রানে ২ উইকেট নেন রিশাদ। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ১টি করে উইকেট শিকার করেন তিনি।

১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ২০ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে ১ ওভার বাকী থাকতে জয় পায় হোবার্ট।

এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে হোবার্ট।