বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪

অ্যাশেজ শেষ অ্যাটকিনসনের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের বাকী পঞ্চম ও শেষ টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসন।

মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিন বোলিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অ্যাটকিনসন। এরপর মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি এই ডান-হাতি পেসার।

ইনজুরিতে পড়ার দিনই স্ক্যান করা হয় অ্যাটকিনসনের। স্ক্যান রিপোর্টে অ্যাটকিনসনের হ্যামস্ট্রিং সমস্যা ধরা পড়ে। ফলে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। এই সিরিজে তিন টেস্ট খেলে ৪৭.৩৩ গড়ে ৬ উইকেট শিকার করেছেন অ্যাটকিনসন।

ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে অ্যাশেজ থেকে ছিটকে গেছেন অ্যাটকিনসন। এর আগে হাঁটুর ইনজুরির কারণে ব্রিজবেনে দ্বিতীয় টেস্টের পর পেসার মার্ক উড এবং পেশির ইনজুরির কারণে অ্যাডিলেডে তৃতীয় টেস্টের পর ছিটকে যান জোফরা আর্চার।

অ্যাটকিনসনের বদলি হিসেবে শেষ টেস্টের জন্য নতুন কাউকে দলে নেয়নি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। শেষ টেস্টে সুযোগ পাবার দৌড়ে আছেন দুই পেসার ম্যাথু পটস ও ম্যাথু ফিশার এবং অফ স্পিনার শোয়েব বাশিরের মধ্যে যেকেউ। এখন পর্যন্ত এই সিরিজে কোন ম্যাচ খেলেননি তারা।

আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। চার টেস্ট শেষে ৩-১ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড।