বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৩

পুলিশ নারী ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

ছবি : বাসস

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন নারী ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে পুলিশ নারী ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর এবং স্পন্সর পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে (ডেমরা) নতুন মৌসুমের জন্য টিম গঠন ও প্রস্তুতির আনুষ্ঠানিক ঘোষণা করে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

এবারের মৌসুমে বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে কো-স্পন্সর এবং কিটস স্পন্সর হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মুসাফির ট্যুরস ও ওল্ড বেইলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিমের ম্যানেজার উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তারসহ মোট ৩৪ জন নারী খেলোয়াড় এবং কোচ ওয়ালী ফয়সালের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর হয়।